প্রেস বিজ্ঞপ্তি : বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এর সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সৌজন্য সাক্ষাতে পুলিশ সুপার মহোদয়কে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সভাপতি মুহাদ্দিস মোস্তফা শামছুজ্জামান, সহ-সভাপতি মো: ছারোয়ার আলম, সেক্রেটারি, ডা: কাজী মো: ওয়েজ কুরণী, ইসলামী যুব আন্দোলন সাতক্ষীরা জেলা সভাপতি, মো: মুবাশশীরুল ইসলাম তকী, সহ-সভাপতি, মো: দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক, ফজর আলী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীলা জেলা সহ সভপতি, হাফেজ সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, মাকসুদুর রহমান। পুলিশ সুপার মহোদয় নেতৃবৃন্দের সাথে সার্বিক বিষয়ে পরামর্শ করেন।