Site icon suprovatsatkhira.com

নব-নির্মিত সাতক্ষীরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সাতক্ষীরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সিটি কলেজ সংলগ্ন এলাকায় প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে ও ফলক উন্মোচন করে নব-নির্মিত ৩ তলা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি ও সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, এলজিইডির প্রকল্প পরিচালক আব্দুল হাকিম, এলজিইডি সাতক্ষীরার প্রধান নির্বাহী প্রকৌশলী মো. সুজায়েত হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী মো. আব্দুল হামিদ প্রমুখ। এলজিইডি সাতক্ষীরার বাস্তবায়নে ২ কোটি ৯৪ লক্ষ ৭০ হাজার ৮১৯ টাকা ব্যয়ে সাতক্ষীরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ জেলার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version