Site icon suprovatsatkhira.com

দেবহাটায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ সেমিনার

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমির, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার পাল, উপজেলা পরিষদ জামে সমজিদের ইমাম হাফেজ আব্দুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে শুধু প্রশাসন কাজ করলে হবে না। সাথে আমাদের সবাইকে সজাগ হতে হবে। কোন পণ্য কেনার আগে দাম ও তারিখ দেখে কিনতে হবে। খোলা কোন খাবার কেনা যাবে না। কোথাও কোন ভোক্তা অধিকার ক্ষুন্ন হলে প্রশাসনকে অবহিত করতে হবে। ভোক্তা যদি সচেতন হন তাহলে এই অধিকার সহজে বাস্তবায়ন হবে। সে জন্য নিজের প্রয়োজনে দেখে বুঝে পণ্য ক্রয় করতে হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version