Site icon suprovatsatkhira.com

দেবহাটায় গাঁজা ব্যবসায়ীর ৬ মাসের কারাদন্ড

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ভ্রাম্যমাণ আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। রবিবার উপজেলার গাজীরহাট বাজার সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করে নির্বাহী অফিসার। পরে ঐ মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের জেল প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

সাজাপ্রাপ্ত আসামি হলেন উপজেলার গরানবাড়িয়া গ্রামের মোফাজ্জেল সরদারের ছেলে আব্দুল আলিম সরদার। এসময় তার কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্পটে গাঁজা বিক্রি করছিলেন বলে জানান প্রশাসন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version