Site icon suprovatsatkhira.com

দেবহাটায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা থানা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে উপজেলার নওয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক মাদক ব্যবসায়ী উপজেলার রামানাথপুর গ্রামের গুরুপদ দাশের ছেলে তারক দাশ(৩২)। দেবহাটা থানার এসআই মাহাবুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় উক্ত আসামিকে গ্রেফতার করেন।

এসময় তার কাছ থেকে ১শ গ্রাম গাঁজা উদ্ধার হয়। উক্ত আসামিকে শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version