Site icon suprovatsatkhira.com

দেবহাটায় কোভিড-১৯ প্রতিরোধে টাউন হল মিটিং

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় কোভিড-১৯ প্রতিরোধ, ঝুঁকি নিরুপন যোগাযোগ, জনসম্পৃক্ততা টিকা বার্তা যোগাযোগ জোরদারকরণ কর্মসূচি স্বাস্থ্য বিভাগ সহ সরকারের সংশ্লিষ্ট বিভাগের সাথে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে ইউনিসেফ’র সহযোগীতায় বেসরকারী সংস্থা দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে সভার মূলপ্রবন্ধ উপস্থাপন করেন দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর খুলনা বিভাগীয় সমন্বয়কারী রুবিনা আখতার।

শুভেচ্ছা বক্তব্য দেন দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর জেলা সমন্বয়কারী কাকলী সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, সহকারী শিক্ষা অফিসার মনির আহম্মেদ, আজহারুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সত্তার, উপজেলা পরিষদ জামে সমজিদের ইমাম হাফেজ আব্দুর রহমান, ইউপি সদস্য ডাঃ নজরুল ইসলাম, কোঁড়া পাকড়াতলা মন্দিরের সাধারন সম্পাদক শ্যামল কুমার সরকার, পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবুল হোসেন, দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আইএসপি আজমিন হোসেন, ভলেন্টিয়ার রিফায়েত হোসেন, রিজমা আকতার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ইমাম, পুরোহিত ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সভায় বক্তরা বলেন, করোনা প্রতিরোধে মাক্স পড়তে হবে, সাবান পানি দিয়ে হাত ধোয়া চালু রাখা। টিকা নিতে মানুষকে আরো উৎসাহিত করতে হবে। টিকা নেওয়া আরো সহজ করতে গ্রাম বা ওয়ার্ড ক্যাম্পিং করা। স্কুল পর্যায়ে সচেতনতামূলক প্রচার ব্যবাস্থার মাধ্যেমে করোনা সম্পর্কে সচেতন করতে হবে। শতভাগ মানুষকে টিকার আওতায় আনতে সকলকে এক সাথে কাজ করতে হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version