নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির উপজেলার খাজরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি মডেল কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। খাজরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে এ তথ্য জানিয়েছে। এলাকার সর্বস্তরের জনগণ এই কেন্দ্র থেকে ২৪ ঘন্টা উন্নত মানের চিকিৎসা সেবা পাবে বলে জানিয়েছেন।
মঙ্গলবার(৬ সেপ্টেম্বর) সকালে খাজরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঘুরে জানা যায়, বর্তমান সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিন্ধান্ত মোতাবেক প্রত্যেক উপজেলায় একটি করে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকে মডেল কেন্দ্র হিসিবে রুপান্তরিত করা হবে। সেই সূত্রে আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিববার কল্যাণ কেন্দ্রের মধ্যে খাজরা ইউনিয়নকে নির্বাচিত করেছেন আশাশুনি পরিবার পরিকল্পনা অফিস।
গত রবিবার খাজরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি সরেজমিনে পরিদর্শনে আসেন,উপ-পরিচালক পরিবার পরিকল্পনা অফিস সাতক্ষীরার রওশনারা জামান ও সহকারী পরিচালকদ্বয়ের একটি টিম।
এসময় এসএসিএমও দুলাল চন্দ্র বৈদ্য,এফপিআই সাইফুল্লাহ আল আমিন,এফডবিøউভি সুষমা রানী সেন,এফডবিøউএ আমেনা খাতুন,রিতা মন্ডল,হালিমা খাতুন,গৌরি রানী মন্ডল,সুপ্রিয়া সরকার,এমএলএস রাজেস মন্ডলসহ আরো অনেকে।
তথ্যানুসন্ধানে জানা যায়,এ কেন্দ্র থেকে গর্ভবতী মহিলা ,শিশু, কিশোর ,বৃদ্ধ সকলকেই উন্নতমানের চিকিৎসা, স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবে ।