Site icon suprovatsatkhira.com

খাজরায় ভোটার হালনাগাদের ছবি তোলা শুরু

নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে নির্ধারিত সময়ে। বর্তমানে শুরু হয়েছে নিবন্ধনের কাজ।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে খাজরা ইউনিয়ন পরিষদ হলরুমে ছবি তুলে ভোটার তালিকায় নিবন্ধনের কাজ সম্পন্ন করার কার্যক্রম শুরু হয়েছে।
এসময় আশাশুনি উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান শিকদার,ডাটা এন্ট্রি টিম লিডার মিজানুর রহমান,আনসার ভিডিপির মহিলা দলনেত্রী মালেকা বানু,ইউপি সদস্য তহমিনা বেগমসহ গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আশাশুনি উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, ১ম দিনে ১,২ও ৩ নং ওয়ার্ডের ভোটার হালনাগাদকৃত ব্যক্তিদের ছরি তোলার কাজ শুরু হয়েছে। ২য় দিনে ৪ ও ৫ নং ওয়ার্ডে এভাবে পর্যায়ক্রমে বাকী সকল ওয়ার্ডের কাজ সম্পন্ন করা হবে।

ছবি তোলা বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান শিকদার জানান,ছবি তুলে ও হাতের আঙুলের ছাপ নিয়ে নিবন্ধন সম্পন্ন করার পুরো কার্যক্রম পরিদর্শন ও বিভিন্ন বিষয়ে ভোটারদের সহযোগিতা প্রদান করা হচ্ছে।
তিনি আরোও জানান, প্রতিটি কেন্দ্রে ভোটারদের ছবি, আঙুলের ছাপ ও চোখের আইরিশ গ্রহণ করে ভোটার নিবন্ধন করা হবে। এ সময় মূল তথ্যের প্রিন্ট কপি দেওয়া হবে ভোটারদের। সকল আবেদনকারীকে তিনি নিজ নিজ কেন্দ্রে এসে নিবন্ধন সম্পন্নের আহŸান জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version