Site icon suprovatsatkhira.com

কেশবপুর প্রেসক্লাব নির্বাচনে আশরাফ সভাপতি জয়দেব সম্পাদক

কেশবপুর প্রতিনিধি: কেশবপুর প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১১সেপ্টেম্বর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রেসক্লাবের ৫৮ জন ভোটারের ভেতর ৫৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কেশবপুর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে আশরাফ-উজ- জামান খান ৩৩ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকট তম প্রার্থী আজিজুর রহমান পেয়েছেন ২২ভোট, সাধারণ সম্পাদক পদে জয়দেব চক্রবর্ত্তী ৩৩ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকট তম প্রার্থী ওয়াজেদ খান ডাবলু ১৯ ভোট। সহসভাপতি পদে আব্দুল হাই সিদ্দিকী ৩৯ভোট ও মোতাহার হোসাইন ৩৩ভোট।

তাদের নিকট তম প্রার্থী রুহুল কুদ্দুস ২৫ভোট। যুগ্ন সাধারণ সম্পাদক পদে উৎপল দে ৩৩ভোট ও আব্দুল্লাহ আল ফুয়াদ ২৮ভোট। তাদের নিকট তম প্রার্থী সিদ্দিকুর রহমান ২৬ভোট। কোষাধ্যক্ষ পদে শামসুর রহমান ৩০ভোট। তার নিকট তম প্রার্থী রুহুল আমিন বিশ্বাস ১৯ভোট। দপ্তর সম্পাদক পদে মশিয়ার রহমান ৩৮ভোট।তার নিকট তম প্রার্থী সোহেল পারভেজ ১৫ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ শাহীনুর ইসলাম ২৯ভোট। তার নিকটতম প্রার্থী সুশান্ত মল্লিক ২৪ভোট। বিনা প্রতিন্ধীতায় বিজয়ী গ্রন্থাগার সম্পাদক পদে মতিয়ার রহমান। নির্বাহী কমিটির ৫টি সদস্য পদে মেহেদী হাসান জাহিদ ৪৪ভোট, শাহিনুর রহমান ৪০ভোট, আব্দুস সাত্তার মোল্লা ৩৪ভোট, আব্দুর রাজ্জাক ৩২ভোট ও আব্দুল করিম ৩০ভোট। তাদের নিকট তম প্রার্থী কবির হোসেন ২৪ভোট, তন্ময় মিত্র বাপী ২৭ভোট ও আলমগীর ২০ ভোট।

নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন কেশবপুর প্রেসক্লাবের সদস্য আব্দুস সালাম। এছাড়া কমিশনের সদস্য ছিলেন প্রেসক্লাবের সদস্য মদন সাহা অপু ও রুহুল আমীন খান। কেশবপুর প্রেসক্লাবে দুই বছর পর পর ভোটের মাধ্যমে ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version