নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা যুবলীগের পাল্টা পাল্টি প্রেস বিজ্ঞপ্তির ঘটনায় উপজেলা জুড়ে চলছে সমালোচনার ঝড়। বৃহস্পতিবার উপজেলা যুবলীগের একাংশের সভাপতি নাজমুল ইসলামের একক স্বাক্ষরে দলীয় প্যাডে তিনি ৭ টি ইউনিয়নের কমিটি বিলুপ্ত করেন।
তার কিছুক্ষণ পর ওই কমিটির সহ-সভাপতি রেজাউল করিম রেজা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষণ কুমার ঘোষ স্বাক্ষরিত দলীয় প্যাডে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নাজমুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির বিরোধীতা করেন।
তারা বলেন, আমরা কালিগঞ্জ উপজেলা যুবলীগের সহ সভাপতি মোঃ রেজাউল ইসলাম রেজা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষন কুমার ঘোষ হইতেছি। কালিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি
নাজমুল ইসলাম কারো সাথে কোন আলোচনা না করে এক তরফা ভাবে যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন তা সম্পূর্ণ সংগঠন বিরোধী ও স্বেচ্ছাচারী, নীতিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ ।
মূলত তিনি সংগঠনের নিয়ম অনুযায়ী উপজেলা যুবলীগের সভাপতির পদ বহু আগে হারিয়েছেন । কেননা তিনি
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। সুতরাং একই সাথে দুটি পদ পদবীতে থেকে তিনি সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত। ০১ সেপ্টেম্বর এর প্রেস বিজ্ঞপ্তি টি সম্পূর্ন ভূয়া বলে উল্লেখ করেছেন।
একই দিনে উপজেলা যুবলীগের আরো একটি অংশের সভাপতি মোহাম্মদ সালাহউদ্দিন আহমেদ দলীয় প্যাডে একক স্বাক্ষরে যুবলীগের ৯ টি ইউনিয়ন শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এদিকে এক দিনে একটি উপজেলায় তিনটি যুবলীগের কমিটির বিবৃতি দেওয়ায় উপজেলা জুড়ে সমালোচনার ঝড় বইছে।