সেপ্টেম্বর ১১, ২০২২
কালিগঞ্জে সামাজিক সম্প্রীতি কমিটির সভা: ৭ টি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের জন্য চেক হস্তান্তর
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের কুশুলিয়া ইউপিতে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাহফিল অরা সজল। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী লালন, গোবিন্দপুর সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি প্রভাষক সিদ্ধার্থ শংকর মন্ডল, বাজারগ্রাম রহিমপুর বায়তুল মামুর জামে মসজিদের ইমাম হাফেজ গোলাম কিবরিয়া মুকুল, ৬ নম্বর ইউপি সদস্য আব্দুল গফ্ফার, ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগার আলী, ভদ্রখালী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান প্রমুখ। সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউপি সচিব শেখ কামরুজ্জামান।
ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এদেশে আমরা সকলে মিলে-মিশে বসবাস করতে চাই। সনাতন ধর্মালম্বীদের কাছে আমার অনুরোধ, আপনারা নিজেদের সংখ্যালঘু ভাববেন না। আমাদের একটাই পরিচয় আমরা বাঙালী। 8,585,857 total views, 2,543 views today |
|
|
|