Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে শ্যালকদের শাবলের আঘাতে দুলাভাই নিহত

শেখ শাওন আহমেদ সোহাগ/ জামাল উদ্দিন : কালিগঞ্জে মৎস্যঘেরে মাছ চুরির তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্যালকদের শাবলের আঘাতে দুলাভাই নিহত হয়েছে। নিহতের নাম শামছুর রহমান (৫৫)। তিনি উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর এলাকার অবের আলী গাজীর ছেলে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে নিহতের নিজ বাড়িতে।

স্থানীয় সূত্র জানান, নিহত শামছুর রহমান ও তার আপন দুই শ্যালক উত্তর রঘুনাথপুর এলাকার আরশাদ আলী গাজীর ছেলে ফরজ আলী গাজী (৪০) এবং তার ভাই আহাদ আলী গাজী (৩৫) পাশাপাশি মৎস্যঘের করে আসছিলো। মৎস্যঘেরে মাছ চুরিকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে কয়েকদিন যাবৎ বিরোধ চলছিলো।
যার সূত্রধরে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে বড় শ্যালক ফরজ আলী গাজী ও ছোট শ্যালক আহাদ আলী গাজী পূর্বপরিকল্পিতভাবে দুলাভাই শামছুর রহমানের বাড়িতে প্রবেশ করে।
এরপর দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়ে শামছুর রহমানকে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। একপর্যায়ে শাবলের আঘাতে গুরুতর আহত শামছুর রহমান। ওই সময়ে ঠেকাতে যেয়ে আহত হয় নিহতের স্ত্রী মাজিদা খাতুন (৪৫) ও তার ছেলে মিজানুর রহমান (৩০)।

আশঙ্খাজনক অবস্থায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামছুর রহমানকে মৃত ঘোষণা করেন।
কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি এ প্রতিবেদককে জানান, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা অব্যহত রয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version