নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুশুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে থানা পুলিশের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হালিমুর রহমান।
এসময় তিনি বলেন, বিট পুলিশিং’র মাধ্যমে আমরা মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। মানুষের সেবা ও কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে জনগণের পাশে থাকার অঙ্গীকার করতে হবে। বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশের সেবাকে পৌঁছে দিতে হবে।
‘‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’’ এই ¯েøাগানকে সামনে রেখে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাওফিল অরা সজল, উপ-পরিদর্শক খবির হোসেন, শেখ মনির হোসেন, ইউপি’র ৯ নম্বর ওয়ার্ড সদস্য শেখ সিরাজুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল গফ্ফার প্রমুখ।
‘‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’’ মাদক, নারী নির্যাতন, জঙ্গীবাদ ও ইভটিজিং মুক্ত সমাজ গড়তে প্রতিশ্রæতি বন্ধ বিট পুলিশিং সমাবেশে মুক্ত আলোচনা করেন, কুশুলিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির আলী, লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মল্লিক, স্থানীয় নওশের আলী, মতিউর রহমান, বিমাল চন্দ্র ঘোষ, মশিউর রহমান দিপু, হারুনর রশিদসহ স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ।