Site icon suprovatsatkhira.com

কলারোয়ার রায়টায় মাদকের বিরুদ্ধে এলাকা বাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা কলারোয়ার রায়টা নতুন বাজার এলাকায় মাদকাসক্ত ব্যক্তিদের অত্যাচার ও যুব সমাজকে মাদক থেকে মুক্তির দাবিতে প্রশাসনের সহযোগিতা চেয়ে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী৷ বুধবার ( ১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার ১০ নম্বর কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা নতুন বাজার বলফিল্ড সংলগ্ন কলারোয়া – খোরদো প্রধান সড়কের পাশে ব্যানার হাতে নিয়ে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিভিন্ন শ্রেণি পেশার কয়েক শতাধিক মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করে।

‘রাইটা বাজারের চিহ্নিত মাদক ব্যবসায়ী মোবারক, সবুজ, আরিফুল গংদের বিচারের দাবিতে ও মাদকমুক্ত রাইটা গড়ার লক্ষ্যে ও এলাকাবাসীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন’ ও রায়টা গ্রামকে মাদক মুক্ত করার লক্ষ্যে চিহ্নিত ব্যবসায়ী ও সেবনকারী মোবারকসহ সকল মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি’ সৌজন্যে এলাকাবাসী – এমন দুটি ব্যানার হাতে নিয়ে মানববন্ধনে বক্তব্য দিয়ে অংশ নেয় এলাকার শিক্ষক, স্কুল ও কলেজের ছাত্র সুশীল সমাজের নাগরিক বৃন্দসহ বিভিন্ন পেশার মানুষ।
মানববন্ধনে আমানুর রহমান বলেন, রাইটা এলাকায় গত কয়েক মাস যাবৎ গাঁজা ফেনসিডিল ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক সেবন ও ব্যবসার আস্তানা গড়ে উঠেছে। প্রকাশ্যে অপ্রকাশ্যে প্ররোচনা শিকার হয়ে এলাকার তরুন যুবসমাজ দিনের পর দিন মাদকে আসক্ত হচ্ছে। এর প্রতিবাদ করলে আবার মাদক ব্যবসায়ীরা সাধারণ মানুষকে হামলা ও লাঞ্ছিত করছে।

স্থানীয় এলাকাবাসী সোহাগ হোসেন বলেন, রায়টা এলাকার মাদক ব্যবসা কোনরকম বন্ধ করা যাচ্ছে না। বিশেষ করে উঠতি বয়সী ছেলেরা মাদক ব্যবসা জড়িয়ে পড়েছে মাদকে আসক্ত হয়ে যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। প্রশাসনের নজরদারি হস্তক্ষেপ না হলে এই এলাকাসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে মাদকের আস্তানা আরও গড়ে উঠবে। সম্প্রতি রাস্তাঘাটে ছিনতাই বেড়েছে মাদকাসক্ত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে না পারলে এলাকায় ইভটিজিং চুরি অত্যাচার ছিনতাই বেড়ে সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে।
শিক্ষক আবুল হোসেন বলেন, প্রকাশ্যে মাদক মাদক সেবন ও ব্যবসা হচ্ছে স্থানীয় এলাকার মানুষ এর প্রতিবাদ করলে নিরীহ সাধারণ মানুষের বিভিন্নভাবে মাদক ব্যবসায়ীরা লাঞ্চিত অপমাণিত করে কৌশলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেও পিছপা হয় না। রায়টা এ এলাকায় যাতে আগের মতো শান্তি-শৃঙ্খলা ফিরে আসে সাধারণ মানুষে যাতে মাদক ব্যবসায়ীদের দেওয়া মামলা থেকে মুক্তি পায় এবং মাদক মুক্ত একটি সমাজ গঠন হয় এজন্য তিনি জেলা পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version