Site icon suprovatsatkhira.com

এমএফআই প্রতিনিধিদের সাথে ফলোআপ সংলাপ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : কলারোয়া পৌরসভার গরিব, প্রান্তিক ও সুবিধা-বঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানি, উন্নত টয়লেট ও পরিচ্ছন্ন জীবনযাপন-মান উন্নত করার জন্য হোপ ফর দ্যা পুওরেষ্ট (এইচপি) নেদারল্যান্ডস ভিত্তিক দাতা-সংস্থা সীমাভীর অর্থায়নে ওয়াস এসডিজি- ডবিøউএওয়াই সাব প্রোগ্রাম বাংলাদেশ ইমপ্লিমেন্টেশন ফেইজ-২’ বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। চলমান প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে রবিবার (১৮ সেপ্টেম্বর) কলারোয়া পৌরসভার হলকরুমে ওয়াস উদ্যোক্তা, টয়লেট ব্যবহারকারী, এমএফআই প্রতিনিধিদের সাথে সংলাপের আয়োজন করা হয়। সংলাপ অনুষ্ঠানে কমিউনিটি পিপুল, ওয়াস উদ্যোক্তা ও এমএফআই প্রতিনিধিরা নিজ নিজ জায়গা থেকে উন্নত টয়লেট ব্যবহার ও তার রক্ষণাবেক্ষণের পদ্ধতি সম্পর্কে তুলে ধরেন। কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন মো. শাহজাহান কবির, রেজওয়ান আক্তার লিলি, সালমা খাতুন, রাহুলসহ অন্যান্যরা।

ব্যবসা সফল করার জন্য আর্থিক সহযোগিতা বা পরামর্শ প্রদান এবং আশা’র ঋণ কার্যক্রমের সাথে ওয়াশ কর্মসূচীর সাথে কীভাবে সমন্বয় করা যায় তথা ওয়াশ বিষয়ক ঋণ ও এ সম্পর্কিত বিভিন্ন সুযোগ সুবিধা ও নীতিমালা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় ওয়াস উদ্যোক্তা খাতে ব্যবসায়ীদের প্রয়োজন অনুযায়ী ঋণ প্রদান করার বিষয়ে আলোচনা করেন আশা’র কলারোয়া শাখা ব্যবস্থাপক মো. এসকে আব্দুল মুন্নাফ, সহকারী শাখা ব্যবস্থাপক এসকে নূরুল ইসলামসহ অন্যান্যরা। অনুষ্ঠানের মাধ্যমে উন্নত টয়লেট তৈরি ও তার রক্ষণাবেক্ষণের জন্য সকলের সহযোগিতা থাকবে বলে সকলে একমত পোষণ করেন। মোছা. রোকসানা পারভীন’র ব্যবস্থাপনায় অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থা’র টাউন কোঅর্ডিনেটর মৃণাল কুমার সরকার। উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরি এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষ ভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভীষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version