নিজস্ব প্রতিনিধি : আশাশুনির বলাবাড়িয়া আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে চতুর্থ শ্রেণির সৃষ্ট পদে প্রধান শিক্ষকের নিজ মেয়ে ও সভাপতির ভাইপোকে নিয়োগ প্রদান বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে স্কুলের অভিভাবক ও সচেতন এলাকাবাসীর আয়োজনে স্কুল চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাজ সেবক প্রিয়ব্রত সরকার সাগরের উপস্থাপনায় বক্তব্য রাখেন স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শৈলেন্দ্র নাথ সানা, গোকুল চন্দ্র সানা, জগদীশ চন্দ্র সরকার, সমাজসেবক সত্যেন্দ্র নাথ মÐল ও সমরেশ সরকার।
বক্তারা বলেন, স্কুলের দুর্নীতিবাজ প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সানা ও সভাপতি ভারতীয় ভোটার ইউপি সদস্য মঙ্গল চন্দ্র সরকারের যোগসাজসে অত্যন্ত গোপনীয়তার মাধ্যমে ৪ সেপ্টেম্বর ২০২২ (আজ) সৃষ্ট পদে চতুর্থ শ্রেণির পরিচ্ছন্নতা কর্মী, অফিস সহায়ক ও আয়া পদে সাতক্ষীরার কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ প্রদানের দিন ধার্য করা হয়েছে। অবৈধ লেনদেন ও স্বজন প্রীতির মাধ্যমে এই নিয়োগে প্রধান শিক্ষক তার নিজ মেয়ে কৃষ্ণা সানা ও সভাপতি তার আপন ভ্রাতুষ্পূত্র তন্ময় সরকার এবং মাধব চন্দ্র সরকার নামে অন্য একজনকে নিয়োগ প্রদান করা হবে বলে চুড়ান্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সৃষ্টপদ উল্লেখ করা হলেও কয়েকজনের পরীক্ষার প্রবেশপত্রে শূণ্য পদে পরীক্ষার জন্য আহŸান করা হয়েছে।
বক্তারা আরও প্রধান শিক্ষক দুলাল চন্দ্র একজন দুর্নীতিবাজ ও চরিত্রহীন মানুষ। ২০২০ সালে তার বিরুদ্ধে নিজ বাসার গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ ওঠে।
অপরদিকে সভাপতি মঙ্গল চন্দ্র সরকারের স্ত্রী, ছেলে-মেয়ে সবাই ভারতীয় বাসিন্দা ও ভোটার তারা সবাই ভারতে থাকে। তিনি নিয়োগ দিয়ে মোটা অংকের অর্থের লেনদেন করছেন এটা এখন সর্বমহলে প্রচার হচ্ছে।
এর আগে পরীক্ষায় দুর্নীতি ও স্বজন প্রীতির অভিযোগ তুলে প্রতিকারের দাবিতে ২১/০৮/২০২২ ইং তারিখে বলাবাড়িয়া গ্রামের তেজেন্দ্র নাথ মÐলের ছেলে প্রার্থী লাবন্য কুমার মÐল জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন।
অনৈতিকভাবে স্বজনপ্রীতি ও অবৈধ লেনদেনের মাধ্যমে অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা বন্ধের দাবিতে সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন মানববন্ধনকারীরা।