নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে কাহার সম্প্রদয়ের মানুষের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার নের্তৃবৃন্দ। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীলের নেতৃত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কাহার সম্প্রদয়ের উন্নয়নে বিভিন্ন আলোচনা হয়। এতে কাহার সম্প্রদয়ের লোকজন অভিযোগ করেন, তার প্রায় ১০০ বছর ধরে রাস্তার পাশে বসবাস করে আসছেন। সম্প্রতি সরকারি প্রধান সড়ক প্রশস্ত করার জন্য কাজ শুরু করেছে।
তারই ধারাবাহিকতায় এখন তাদের রাস্তার পাশে মমাথা গোজার ঠাইটুকু হারাতে বসেছে। যাতে তাদের মাথা গোজার ঠাইটুকু নিশ্চিহ্ন না হয় সেজন্য তারা মতবিনিময় সভায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। এ সময় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার আশ^াস দেন। মতবিনিময় সভায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অসীম দাশ সোনা, সদস্য প্রবীর পোদ্দার, গৌতম দেবনাথ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদর উপজেলা কমিটির সাধারণ সম্পদাক বাসুদেব সিংহ, যুব ঐক্য পরিষদের যুগ্ম আহŸায়ক মিলন কুমার রায়, সদস্য শুভময় মজুমদার, পূজা উদযাপন পরিষদের কার্যকরী সদস্য অমিত কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।