Site icon suprovatsatkhira.com

আইন-শৃঙ্খলা উন্নয়নে পুরাতন সাতক্ষীরায় মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক : আইন-শৃঙ্খলার উন্নয়নে সাতক্ষীরা পুলিশ সুপারের নির্দেশে পৌরসভার ৩নং ওয়ার্ডে সুধীসমাবেশ ও মতবিনিময় সভা করেছে পুলিশ। শুক্রবার (০২ সেপ্টেম্বর) রাত ৯টায় পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এ সুধিসমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করে সাতক্ষীরা সদর ফাঁড়ির অফিসার ইনচার্জ। এতে স্থানীয় বাসিন্দা মো. জাহিদ হাসান আলতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আইন-শৃঙ্খলা বিষয়ক দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘৩নং ওয়ার্ডে কোন প্রকার মাদক, সন্ত্রাস, জুয়া, চাঁদাবাজি ও সমাজের বিশৃঙ্খলাকারীদের স্থান হবে না’। সুধীসমাজকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘নিজ নিজ অবস্থান থেকে সকলকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে হবে। সকলে মিলে আমরা দেশ মাটি ও মাকে রক্ষার জন্য সমাজের সকল অপশক্তিকে রুখে দিতে পারলে সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে’।

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ‘ছেলে-মেয়েদের জন্য সম্পত্তি না করে তাদেরকে সম্পদ হিসেবে গড়ে তুলুন। নিজেদের মধ্যে সামাজিক বন্ধন সৃষ্টি করুন’। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, পুরাতন সাতক্ষীরা বাজার কমিটির সভাপতি তাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. রুহুল কুদ্দুস, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর মোহাম্মদ। এছাড়া মতবিনিময় সভায় এম জাহিদ মুরাদ মিলন, মো. আনারুল ইসলাম, মাও. রুহুল আমিন, মো. মাহাবুবার রহমান, মো. শহিদুল ইসলাম, ফজর আলী খোকা, আব্দুল কাদের, শাহ আলমসহ স্থানীয় সুধীমহল উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version