সেপ্টেম্বর ১০, ২০২২
অসময়ে তরমুজ চাষে সফল বড়দলের জাহাঙ্গীর হোসেন
এস এম শরীফ (বড়দল) আশাশুনি প্রতিনিধি: অসময়ে তরমুজ চাষে ভালো ফলন পেয়ে এলাকায় সাড়া ফেলেছেন আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের মৃত আঃ কাদের গাজীর পুত্র তরুণ সফল কৃষি উদ্যোক্তা মোঃ জাহাঙ্গীর হোসেন। সরজমিনে দেখা গেছে জাহাঙ্গীর হোসেন, বামনডাঙ্গ বিলে মৎস্য ঘেরে মাছ ও ধান চাষের পাশাপাশি ভেড়িতে তরমুজ চাষ করেছেন। তরমুজ গাছের জন্য ঘেরের ভিতরে পানির উপরে বাঁশ ও জাল দিয়ে করেছেন মাচা তৈরি। জালের ফাক দিয়ে হলুদ, সবুজ ডরাকাটা বিভিন্ন প্রকারের তরমুজ ঝুলে পড়েছে দেখলেই যেনো মন জুড়িয়ে যায়। অসময়ে তরমুজের স্থানীয় বাজারে ব্যাপক চাহিদা থাকায় দামও ভালো পাচ্ছেন তিনি। জাহাঙ্গীর হোসেন বলেন, আগে দেখা যেতো নির্দিষ্ট একটি সময়ে তরমুজ চাষ হতো এখন কৃষি গবেষণার উন্নতি এবং নতুন নতুন জাত উদ্ভাবনের কারনে সারা বছর তরমুজ চাষাবাদ করা যায়। আমি ৬ বিঘা মৎস্য ঘেরের ভেড়িতে সনাতন ও মালজিং পদ্ধতিতে গোল্ডেন ক্লাউন, বিগ বিট, রবি ও জাফরান এই ৪ প্রকারের তরমুজ চাষ করেছি। আলহামদুলিল্লাহ দুই পদ্ধতিতে ফলন ভালো হয়েছে। ৭শত পিস তরমুজ গাছে আমার সর্বমোট ৩০ হাজার টাকা খরচ হয়েছে, ইতিমধ্যে ২৭ হাজার টাকার তরমুজ বিক্রি করেছি, গাছে বর্তমানে যে ফলন আছে তাতে আশাকরছি সামনে ৬০ থেকে ৭০ হাজার টাকার তরমুজ বিক্রি হবে। তরমুজের পাশাপাশি আমি মিষ্টি কুমড়া, বেগুন, কাঁচামরিচ, পল্লা, চিচিঙ্গা, শসা, লাউ, করলা সহ বিভিন্ন প্রকারের সবজি চাষ করেছি। 8,589,749 total views, 6,435 views today |
|
|
|