সেপ্টেম্বর ২৫, ২০২২
সুপেয় পানি সংকটে শ্যামনগরে খালি কলসি মিছিল
নিজস্ব প্রতিনিধি : উপক‚লীয় পানি সংকট নিরসনে শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুর্গাবাটি (পোড়াকাটলা) গ্রামে পানি সংকট নিরসনে প্রতীকী খালি কলস মিছিল ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ৪ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের সহযোগিতায় উপক‚লীয় স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম এবং সিডিও ইয়ুথ টিমের আয়োজনে প্রতীকী মিছিলে অংশ নেন এলাকার শত শত নারী পুরুষ। পানি সংকট নিরসনের কলসি মিছিলে স্থানীয় জনগোষ্ঠীর পানির কষ্ট সেটা বোঝাতে তারা প্রতিবাদ স্বরুপ খালি কলস নিয়ে মিছিল ও গণস্বাক্ষর করেন। পানি সংকট নিরসনের জন্য মিছিল ও গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণকারী বক্তারা বলেন, পানির রাজ্যে পানি নেই, আমাদের পানি কিনে পান করতে হয়। বার বার নদী ভাঙনের ফলে মিষ্টি পানির আধার গুলো লবণ পানিতে ডুবে যায়। আমরা নিরাপদ পানি চাই, সাথে সাথে টেকসই ভেড়ি বাধ চাই। মিছিলে যুব স্বেচ্ছাসেবক এবং স্থানীয় নারী পুরুষের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত। এসময় উপস্থিত ছিলেন বেসরকারি গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিকের কর্মকর্তা ও যুব টিমের নেতৃবৃন্দ। 8,232,066 total views, 12,058 views today |
|
|
|