Site icon suprovatsatkhira.com

সুন্দরবন সংলগ্ন সাগর থেকে ভারতীয় ৩১ জেলেসহ দুটি মাছ ধরার ট্রলার আটক

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের জলসীমায় ঢুকে অবৈধভাবে মাছ ধরার সময় ভারতীয় দুটি ট্রলারসহ ৩১ জন ভারতীয় জেলেকে আটক করেছে কোষ্ট গার্ড। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ট্রলার দুটিকে সুন্দরবনের সমুদ্রের পশ্চিম আইএমবিএল হতে ৭৭ নটিকাল মাইল বাংলাদেশের জলসীমার অভ্যন্তর থেকে আটক করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা,লেঃ কমাÐার বিএন খন্দকার মুনিফ তকি জানান, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাদেশ কোষ্ট গার্ডের জাহাজ মুনসুর আলী সমুদ্রে টহলরত অবস্থায় বাংলাদেশের জলসীমায় দুইটি বিদেশী মাছ ধরার ট্রলার থেকে মাছ ধরতে দেখে।

বাংলাদেশের জাহাজের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোষ্ট গার্ডের টহলরত জাহাজ তাদেরকে ধাওয়া করে আটক করে। ভারতীয় ট্রলার দুটির নাম এফভি মঙ্গলচান্দি-২৫ ও এফভি মঙ্গল চান্দি-৩কে আটক করা হয়। ওই ট্রলার দুটিতে অবস্থানকারি ৩১জন জেলেকে আটক করা হয়। তাদেরকে বাগেরহাটেরে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version