সেপ্টেম্বর ১৮, ২০২২
সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ’র বিদায় সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ’র অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় এমপি রবি ভবনের ৪র্থতলায় সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দের আয়োজনে সাতক্ষীরা সিটি কলেজ গভর্নিং বডির সভাপতি মো. মকসুমুল হাকিম’র সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিটি কলেজের বিদায়ী অধ্যক্ষ মো. আবু সাঈদ, সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, গভর্নিং বডির সদস্য ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, মো. আব্দুর রহমান বাবু প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিটি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জাহাঙ্গীর আলম বাপ্পী, সহকারী অধ্যাপক তরুণ কান্তি সানা, আব্দুল আজিজ, হারিরা খানম, মনিরুজ্জামান, মার্কেটিং বিভাগের প্রভাষক পবিত্র কুমার মন্ডল, ইতিহাস বিভাগের শিক্ষক শিমুল হোসেন, বিএম শাখার সহকারী অধ্যাপক ইউনুস আলী, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আশরাফুন্নাহার মনি, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসানুজ্জামান শাওন, সাতক্ষীরা সিটি কলেজের অফিস সহকারী মছরুর রহমান প্রমুখ। এসময় সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক, গভর্নিং বডির সদস্য, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরার সিটি কলেজের অফিস সহকারী হারুনার রশিদ। 8,282,264 total views, 3,905 views today |
|
|
|