প্রেস বিজ্ঞপ্তি : কবি আজিজন্নেছা খাতুন(১৮৬৪-১৯৪০) বেগম রোকেয়ার পূর্ববর্তী লেখক। তিনি প্রধানত কবি। অলিভার গোল্ডস্মিথের হারমিট এর ইংরেজি থেকে বাংলা অনুবাদ করে খ্যাতি অর্জন করেন। তিনি অনুবাদ কাব্যটির নাম দেন উদাসীন। এটি প্রথম প্রকাশিত হয় চৈত্র ১২৯০ বঙ্গাব্দে। প্রকাশক মোকাদ্দেসুল হক, বাঁশদহা, সাতক্ষীরা। মুদ্রাকর বামাচরণ মজুমদার, ৯২ বৌবাজার স্ট্রিট, কলকাতা। উৎসর্গ শ্রদ্ধা¯পদ শ্রীযুক্ত মৌলভী মেয়ারাজউদ্দীন আহমদ। মুদ্রণ সংখ্যা এক হাজার, পৃষ্ঠা ১০। মূল্য এক আনা।এডউইন ও এঞ্জেলিনার প্রেমকাহিনী কাব্যটির মূল বিষয়।
কবি আজিজন্নেছা খাতুন এর অনুবাদ এবং ভাষা কাব্যটিকে সুপাঠ্য করেছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) শহরের সন্ধ্যায় ম্যানগ্রোভ সভাঘরে সভাটি হয়। এই প্রথম সাতক্ষীরাতে সাতক্ষীরা সাহিত্য একাডেমির আয়োজনে তাঁকে নিয়ে অনুষ্ঠান হলো। অধ্যাপক আব্দুল হামিদের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সাতক্ষীরাতে দেড়শত বছর আগে এমন একজন মহিলা কবি ছিলেন ভাবতেও ভাল লাগছে। সাতক্ষীরার সাহিত্য-সংস্কৃতির এই প্রসারতা সাতক্ষীরাকে গৌরবদীপ্ত করেছে।
বাঁশদহা গ্রামে আর একজন সুসাহিত্যিক আছেন মোহাম্মদ ওয়াজেদ আলী। আমি সেখানেও গিয়েছি। অভিনন্দন জানাই সাতক্ষীরা সাহিত্য একাডেমি কর্তৃপক্ষকে। তারা এভাবে আলোকোজ্জ্বল মানুষদের সাথে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছেন। তুলে আনছেন বিস্মৃত প্রায় নক্ষত্রপুঞ্জকে। নতুন প্রজন্ম তাঁর আলোতে আলোকিত হবার সুযোগ পাচ্ছে। স্মরণসভায় সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা ও সাধারণ স¤পাদক কবি-আবৃত্তিকার পলটু বাসার এবং কবি- আবৃত্তিকার দিলরুবা কবি আজিজন্নেসা খাতুনের জীবনী পাঠ ও হারমিটের বাংলা অনুবাদ কাব্য উদাসীন আবৃত্তি করে শোনান। অলিভার গোল্ডস্মিথের হারমিট কাব্য থেকে ইংরেজি কবিতা আবৃত্তি করেন আবৃত্তিকার প্রজ্ঞা পারমিতা রহমান। কবি আজিজন্নেছা খাতুনের লেখা কবিতা, যা সে সময়ে বিভিন্ন সাহিত্য সাময়িকীতে প্রকাশ হয়েছিল তা থেকে আবৃত্তি করেন আবৃত্তিকার ফাতেমা নাসরিন, মেফতাহুল জান্নাত। উল্লেখ্য যে, কবি আজিজন্নেছা খাতুন বাংলা, ইংরেজি, ফারসি ভাষায় অভিজ্ঞ ছিলেন। উপস্থিত সুধিবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন জেলা সাহিত্য পরিষদের সভাপতি কবি মোঃ শহিদুর রহমান, অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কর্মকর্তা নাজমুন নাহার, অধ্যাপক ভারতেশ্বরী বিশ্বাস, সৌহার্দ সিরাজ ও কবি শুভ্র আহমেদ প্রমূখ।