সেপ্টেম্বর ১১, ২০২২
সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন নজরুল ইসলাম: স্বতন্ত্র হিসেবে লড়ছেন ব্যবসায়ী খলিলুল্লাহ ঝড়ু
ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সাতক্ষীরা জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলাম। দলের সভাপতি ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্রটি রবিবার দুপুরে নজরুল ইসলামের হস্তগত হয়। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন শহরের সুলতানপুরের বিশিষ্ট্য ব্যবসায়ী এম.খলিলুল্লাহ ঝড়–। এদিকে, নজরুল ইসলাম দলীয় মনোনয়ন পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন একাধিক আওয়ামীলীগ নেতা ও মনোনয়ন প্রত্যাশীরা।
এ বিষয়ে নজরুল ইসলাম জানান, মনোনয়ন পেয়েছি। প্রধানমন্ত্রী শেখহাসিনার কাছে আমি চিরকৃতজ্ঞ।
দলের অপর মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একে ফজলুল হকের কাছে ফোন দেওয়াহলেতার ফোন বন্ধ পাওয়া যায়। তবে এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন সাতক্ষীরা শহরের সুলতানপুরের বিশিষ্ট্য ব্যবসায়ী এম. খলিলুল্লাহ ঝড়–। তিনি সাতক্ষীরা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটিডের চেয়ারম্যান। পাশাপাশি তিনি ঢাকাস্থ সাতক্ষীরা সমিতি ও সীমান্তআদর্শ কলেজের সভাপতি। প্রসঙ্গত ঃ জেলা পরিষদের মনোনয়ন প্রাপ্ত নজরুলইসলাম ২০০৫ সাল থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২০১৭ সালে বিদ্রোহী প্রার্থী হিসেবে ৬৪৮ ভোট পেয়ে জেলা আওয়ামী লীগের তৎকালিন সভাপতি ও দলীয় মনোনয়ন প্রাপ্ত মুনসুর আহমেদকে বিপুল ভোটে হারিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিতহন। আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে ১ হাজার ৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 8,766,823 total views, 7,383 views today |
|
|
|