নিজস্ব প্রতিবেদক : প্রতি বছরের ন্যায় সাতক্ষীরা শহরের খান মার্কেটে বিশ^কর্মা পূজা উদযাপন করা হয়েছে। প্রতি বছর বাংলা সনের ভাদ্র মাসের শেষ দিনে এ পূজা উদযাপন করা হয়। তারই ধারাবাহিকতায় বাংলা পুরাণ মতে ৩১ ভাদ্র শনিবার (১৭ সেপ্টেম্বর) দিনব্যাপী এ পূজার আয়োজন করে খান মার্কেটের পূজা উদযাপন কমিটি। খান মার্কেটের স্বর্ণকার শ্রমিকরা এ পূজার মাধ্যমে তাদের কাজ-কর্মের অগ্রগতির জন্য কর্ম দেবতার পূজা অর্চনা করেন।
শনিবার সকালে দিবস কর্মকার ও শিমুল রায়ের সার্বিক ব্যবস্থাপনায় খান মার্কেটে বিশ^কর্মা পূজা পরিদর্শন করেন সাতক্ষীরা সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক সমিতির সভাপতি শ্রীদাম দে, সাধারণ সম্পাদক সুমন বিশ^াস, সাংগঠনিক সম্পাদক কৌশিক কর্মকারসহ সংগঠনের কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ। এছাড়া পূজা অর্চনা অনুষ্ঠানে খান মার্কেটের সকল শ্রেণির মালিক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।