Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে উক্ত জেলা সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজে অধ্যক্ষ আমানুল্লাহ আল হাদী, সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, ইসলামি ফাউন্ডেশন সাতক্ষীরার উপ-পরিচালনক মুহাম্মদ আবুল কালাম আজাদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু প্রমুখ। সমাবেশে এ সময় জেলার বিভিন্ন স্থানের জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশা ও ধর্মের মানুষ স্বতস্ফুর্তভাবে অংশ গ্রহণ করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version