প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় জাতীয় যুব জোটের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ও সাতক্ষীরা সদর উপজেলায় জাতীয় যুব জোটের আহŸায়ক কমিটি গঠিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা জাসদের কার্যালয়ে সাতক্ষীরা সদর উপজেলায় যুব জোটের আহŸায়ক কমিটিতে মোঃ নাজমুল ইসলামকে সভাপতি ও মোঃ লিটন হোসেনকে সাধারণ সম্পাদক করে সাতক্ষীরা জেলা যুব জোটের আহŸায়ক কমিটির অনুমোদন দিয়েছে।
উক্ত আলোচনা সভায় সাতক্ষীরা জেলা যুব জোটের সাধারণ সম্পাদক মিলন ঘোষলের সভাপতিত্বে ও জাকির হোসেন সোহাগের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জাসদের সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন লস্কার শেলী। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন খান চৌধুরী, সাতক্ষীরা জেলা ছাত্রলীগ (জাসদ) এর সাবেক সভাপতি অনুপম কুমার অনুপ, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এসএম আঃ আলিম, জেলা যুবজোটের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, আশাশুনি উপজেলা ছাত্রলীগ (জাসদ) এর সভাপতি মফিজুল ইসলাম, মামুন হোসেন, শীক সঙ্কর সরদার, এসএম মামুন প্রমুখ।