সেপ্টেম্বর ৭, ২০২২
সাতক্ষীরার শ্যামনগরে মানবতা বিরোধী অপরাধ মামলার ৪ আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি: আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেপ্তারি পরেয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ,ঈশ^রীপুরসহ বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন,শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামের মৃত বরকতউল্লার ছেলে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা এসএম মহসিন উল মুলক,শ্রীফলকাটির মৃত মান্দার মোল্লার ছেলে কুদ্দুস গাজী, মুন্সিগঞ্জের মৃত নাসিরউদ্দীনের ছেলে জিএম মহিউদ্দীন ও মৃত জোহর আলীর ছেলে ফজর আলী গাজী। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ১৯৭২ সালের ১০ অক্টোবর শ্যামনগর উপজেলার কদমতলা গ্রামের সুরেন্দ্রনাথ মÐলকে বাড়ি থেকে তুলে নিয়ে গুলি করে হত্যার অভিযোগে ২০০৯ সালের ২৬ এপ্রিল সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন নিহত সুরেন্দ্রনাথ মÐলের মেয়ে চন্দনা রানী মÐল। মামলাটি তদন্ত শেষে আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালে স্থান্তরিত হলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়। সে অনুযায়ী মঙ্গলাবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাদেরকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। 8,232,482 total views, 12,474 views today |
|
|
|