Site icon suprovatsatkhira.com

সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শত-ভাগ নারী শিক্ষার বিকল্প নেই

প্রেস বিজ্ঞপ্তি : মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এবং বিভিন্ন সামাজিক বিষয়ে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আওতায় দেবহাটা উপজেলার হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ হলরুমে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে বৃহস্পতিবার সকাল ৯টায় দেবহাটা উপজেলার হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ হলরুমে অধ্যক্ষ মো. আবুল কালাম এর সভাপতিত্বে এ মহিলা সমাবেশ বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার, এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের সভাপতি মো. আব্দুল মাজেদ, দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপাধ্যক্ষ মো. আব্দুর রহমান, শিক্ষক প্রতিনিধি অমরেন্দ্র নাথ মৃধা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম। জেলা তথ্য অফিসের মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় মহিলা সমাবেশে বক্তারা করোনা ভাইরাস পরিস্থিতি, দুর্যোগকালীন সরকারের বিভিন্ন পদক্ষেপ, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ (ব্র্যান্ডিং), সরকারের বিভিন্ন অর্জন ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, ভিশন-২০৪১, মানবপাচার, সন্ত্রাস, মাদক, গুজব, অপপ্রচার, সাম্প্রদায়িক সম্প্রীতি, ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, তথ্য অধিকার ইত্যাদি বিষয়ে বক্তব্য প্রদান করেন। এ সময় আরো বক্তব্য রাখেন সহকারী তথ্য অফিসার, মো. রমজান আলী, একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন মেঘলা প্রমুখ। আড়াই শতাধিক নারী শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version