শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির শ্রীউলা ইউনিয়নে ভিজিডি’র চাউল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নাকতাড়া কালিবাড়ী বাজারের ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপু এ চাউল বিতরণ করেন।
৪শ’ ৮৩ জনের মধ্যে প্রথম দিনে এ চাউল বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের অতিরিক্ত সচিব খায়রুল ইসলাম, আবু হাচান, ইয়াছিন আলী, নজরুল ইসলাম বাচ্চু, আব্দুর রাজ্জাক, মেহেদী হাসান, ইউপি সদস্যা শামীমা লুৎফর প্রমুখ।
8,182,237 total views, 4,598 views today