সেপ্টেম্বর ১০, ২০২২
শ্রীউলায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
কামাল হোসেন, শ্রীউলা প্রতিনিধি : আশাশুনির শ্রীউলায় ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে পরস্পর সহাবস্থানে থেকে দেশকে এগিয়ে নিতে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান দিপংকর বাছাড় দিপুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম পিপিএম। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশ অনন্য নজির স্থাপন করেছে। এখানে সবাই যার যার ধর্ম নির্বিঘেœ পালন করতে পারে। যদি কেউ এর ব্যত্যয় ঘটায় তবে তার বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ইসলাম ধর্ম ও মহানবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তবে তাঁকে অবশ্যই আইনের আওতায় আনা হবে সেটা আপনারা স্বচক্ষে দেখেছেন। তাই আইন নিজের হাতে তুলে নেয়া থেকে বিরত থাকতে হবে। অহেতুক কোন গুজবে কান দিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। যদি কেউ কোন অপরাধ করে থাকে তাহলে অনতিবিলম্বে পুলিশকে জানান আমরা অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করবো। প্রত্যকে তার নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহŸান জানিয়েছেন তিনি। মুকুল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন, হাফেজ মাওলানা জুবায়ের আলম, বলাডাঙ্গা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইউনুস আলী, বুড়াখারআটি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবু- ইশা, মহিষকুড় জামে মসজিদের ইমাম মাওলানা মোফাজ্জল হোসেন হিলারী শ্রীউলা দক্ষিণ পাড়া মসজিদের ইমাম জাহাঙ্গীর আলম, শ্রীউলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ সরদার, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম বুলু, উপজেলা আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম বাবলু, যুবনেতা আলাউদ্দিন লাকী, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, শিক্ষক শামীমুজ্জামান পলাশ সহ ইউনিয়নের ধর্মপ্রান মুসুল্লীবৃন্দ ও ইউপি সদস্য সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, শ্রীউলা ইউনিয়নের দক্ষিণ পুইজালা গ্রামের গুরুদাশ বাছাড়ের ছেলে মিহির বাছাড় ইসলাম ধর্ম, সৃষ্টিকর্তা ও মহানবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অপরাধে তাকে তড়িৎ গতিতে গ্রেফতার করে জেলহাজতে পাঠায় থানা পুলিশ। মিহিরের ধৃষ্টতার প্রতিবাদে শ্রীউলায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ এলাকায় সচেতনতামূলক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। 8,231,633 total views, 11,625 views today |
|
|
|