সেপ্টেম্বর ১৭, ২০২২
শ্যামনগরে সাংবাদিকদের সাথে খলিলুল্লাহ ঝড়ুর মতবিনিময়
শ্যামনগর উপজেলা প্রতিনিধি : শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী খলিলুল্লাহ ঝড়ুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭সেপ্টেম্বর (শনিবার) প্রেসক্লাব মিলনায়তনে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. খলিলুল্লাহ ঝড়ু মতবিনিময় সভায় বলেন- জেলা পরিষদের সকল প্রকার আর্থিক সংশ্লিষ্ট কাজে স্বচ্ছতা নিশ্চিত করব। সুবিধা বঞ্চিত এলাকার জন্য বিভিন্ন প্রকল্প প্রণয়ন করে দেশীয় এবং আন্তর্জাতিক দাতা সংস্থার মাধ্যমে আর্থিক সহায়তা আনতে চেষ্টা করব। জেলা পরিষদের জলাধার সমূহ সংস্কার করে, পানি বিশুদ্ধকরণ করে পাইপ লাইনের মাধ্যমে সুপেয় খাওয়ার পানি সরবরাহ করার প্রকল্প গ্রহণ করব। প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্য ভাইদের সংশ্লিষ্ট করে স্বচ্ছতা, জবাবদিহিমূলক এবং দুর্নীতি মুক্ত জেলা পরিষদ গঠন করার চেষ্টা করব। তিনি আরো জানান, অতীত -বর্তমান সময়ে সাতক্ষীরা জেলা পরিষদ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এ সময় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 8,185,905 total views, 8,266 views today |
|
|
|