সেপ্টেম্বর ৭, ২০২২
শ্যামনগরে সাংবাদিকদের সাথে জেলা পরিষদের সংরক্ষিত সদস্য প্রার্থী রিক্তার মতবিনিময়
শ্যামনগর উপজেলা প্রতিনিধি : শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সাতক্ষীরা জেলা পরিষদের ৩নং সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ফাতেমা খাতুন রিক্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর (বুধবার) দুপুর ২টার দিকে প্রেসক্লাব মিলনায়তনে কালিগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী ও কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা ফাতেমা খাতুন রিক্তা কালিগঞ্জের রতনপুর নিবাসী আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত ৩নং মহিলা সদস্য প্রার্থী ঘোষণা করে মতবিনিময় সভায় তিনি বলেন- জেলা পরিষদের সদস্য নির্বাচিত হতে পারলে স্বচছতা ও জবাব দিহীতার মাধ্যমে তার উপর দায়িত্ব যথাযথ ভাবে পালন করবেন। শ্যামনগর ১২টি, কালিগঞ্জ ১২টি ও আশাশুনি ২টি ইউনিয়নসহ ২৬টি ইউনিয়ন থেকে স্থানীয় জনপ্রতিনিধিরা ভোটাধিকার ভোট প্রদান করবেন। এ সময় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি,এম,আকবর কবীর এর সভাপতিত্বে সহ-সভাপতি এস, এম, মোস্তফা কামালসহ কর্তব্যরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য আগামী ১৭ই অক্টোবর সারাদেশের ন্যায় সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচন এ নির্বাচনে সাতক্ষীরা জেলা পরিষদ মহিলা সংরক্ষিত নারীর সদস্য তিন নম্বর ওয়ার্ডে ২৬ টা ইউনিয়নের ৩৪৪ জন সদস্য তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত করবেন । 8,231,293 total views, 11,285 views today |
|
|
|