সেপ্টেম্বর ২৬, ২০২২
শ্যামনগরে ট্রাক-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ সেলুন মালিক নিহত
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে কৃষ্ণ দাস (১৮) নামে এক সেলুন মালিক নিহত হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে শ্যামনগর-নওয়াবেঁকী সড়কের হাওয়ালভাঙি ব্রিজের পাশে একটি মাদ্রাসার সামনে এদূর্ঘটনাটি ঘটে। নিহত কৃষ্ণ দাস উপজেলার নবাকী গ্রামের অশোক দাসের ছেলে।
মৃতের স্বজনরা জানান, কৃষ্ণদাস প্রতিদিনের ন্যয় বংশীপুরের নিজ সেলুন থেকে বাড়ি যাওয়ার জন্য বিকেল চারটার দিকে বংশীফুর থেকে বের হন। পথিমধ্যে হাওয়ালভাঙি ব্রীজের পার্শ্ববর্তী একটি মাদ্রাসার সামনে নবাকী থেকে ছেড়ে আসা মাছ ভর্তি ট্রাকের (ঢাকা মেট্রো- ট- ২২-৮৪৭৯) সাথে তাদের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কৃষ্ণ ঘটনাস্থলেই মারা যায়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসার পুকুরে পড়ে যায়। 8,255,610 total views, 4,519 views today |
|
|
|