সেপ্টেম্বর ১৯, ২০২২
শ্যামনগরে ইসলামিক রিলিফের আর্থিক সহায়তা প্রদান
নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরে ইসলামিক রিলিফ এর বাস্তবায়নে ও ইসলামিক রিলিফ ইউএসএ এর অর্থায়নে এবং শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের সার্বিক সহায়তায় দরিদ্রদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা ৩ টায় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোপালপুর এবং বাদঘাটা গ্রামের ১শ জন দলিত পরিবারের মাঝে পরিবার প্রতি ১০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। সংশ্লিষ্ট ইউপি সদস্য মলয় কুমার ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সমন্বয়কারী গাজী আল ইমরান, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা কাজল, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর হিউম্যানিটেরিয়ান এন্ড রেজিলিয়েন্স প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার মঈন উদ্দিন আহমেদ, সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ খাদেমুল রাশেদ, প্রজেক্ট ম্যানেজার শরিফুল ইসলামসহ অনেকে। 8,276,293 total views, 10,722 views today |
|
|
|