সেপ্টেম্বর ২২, ২০২২
শার্শায় কিশোরী ধর্ষণ: আটক ২
নিজস্ব প্রতিনিধি: যশোরের শার্শায় এসএস’সি পরীক্ষার্থী পারুল (ছদ্ম নাম) নামে (১৮) এক শিক্ষার্থী ধর্ষণর শিকার হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) উপজেলার নিজামপুর ইউনিয়নের কন্দপপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই ঘটনায় লম্পট হাসান ও মাসুদ’কে স্থানীয়রা ধরে পুলিশের খবর দিলে পুলিশ এসে মেয়ে ও ধর্ষকদের থানা হেফাজতে নিয়ে যায়।
আটককৃতরা হলো, উপজেলার নিজামপুর ইউনিয়নের বড় নিজামপুর গ্রামের শাহাজাহান মল্লিকের ছেলে হাসান আলী (২০), ও একই গ্রামের রিজাউল করিমের ছেলে মাসুদ (২২)। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খাঁন জানান, দু’জনকে আটক করে থানায় আনা হয়েছে, এবিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে, ভিকটমের মেডিকেল টেস্ট ও জবানবন্দী গ্রহণ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 8,254,962 total views, 3,871 views today |
|
|
|