সেপ্টেম্বর ২৬, ২০২২
শারদীয় দুর্গোৎসবে আইন-শৃঙ্খলা রক্ষায় আশাশুনিতে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং
সমীর রায়, আশাশুনি : আসন্ন শারদীয় দুর্গোৎসবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং দিয়েছেন উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ¯েœআরা হোসেন। উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ¯েœআরা হোসেন সাংবাদিকদের জানান- এবার পূজায় আমাদের সহ¯্রাধিক আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে যাচাই-বাছাই করে প্রশিক্ষণ প্রাপ্ত ৪৮৬ জনকে তাদের দায়িত্ব বুঝে দিয়েছি। অধিক গুরুত্বপূর্ণ ৪ টি মÐপের মধ্যে বড়দলের বুড়িয়া পূজা মÐপ, খাজরা বাজার পূজা মÐপ, পূর্ব কাদাকাটি ও টেংরাখালী পূজা মÐপের জন্য ৮ জন, ১৯ টি গুরুত্বপূর্ণ পূজা মÐপের জন্য ৬ জন ও সাধারন পূজা মÐপের জন্য ৪ জন প্রশিক্ষণ প্রাপ্ত সদস্যরা পূজার ৫ দিন ২৪ ঘন্টা ডিউটি করে যাবে। 8,181,497 total views, 3,858 views today |
|
|
|