সেপ্টেম্বর ১৬, ২০২২
শংকরপুরে গভীর রাতে ব্যাটারি চালিত ভ্যান চুরি
![]() রেজওয়ান উল্লাহ,জালালাবাদ (কলারোয়া)প্রতিনিধি: কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের শংকরপুর এলাকায় ১৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) গভীর রাতে ভ্যান চুরির অভিযোগ পাওয়া গেছে।
সংসার চালানোর একমাত্র অবলম্বন ভ্যানটি হারিয়ে পাগলপ্রায় হয়ে পড়েছে শরিফুল।শরিফুলের সাথে ভ্যান চুরির বিষয়ে কথা বলতে গেলে জানায়,আমি এখন সমিতির কিস্তি কি কঁরে চালাবো আর ছোট ছোট দুইটা বাচ্চা মেয়ে নিয়ে সংসার কিভাবে চালাব।
এ ব্যাপারে জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশানের কাছে জানতে চাইলে বলেন,আমাকে এ বিষয়ে কেউ অবগত করেনি,তবে আমি বিষয়টি খোজ খবর নিয়ে দেখছি। 5,918,637 total views, 3,199 views today |
|
|
|