সেপ্টেম্বর ১১, ২০২২
যুব মহিলা লীগ সভাপতি নাজমা আক্তারের সাতক্ষীরায় বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার পরিদর্শন
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার পরিদর্শন করে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সাংসদ সদস্য প্রখ্যাত নারী নেত্রী নাজমা আক্তার। রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে যান তিনি এবং রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন এবং কিছু সময় তিনি সেখানে অবস্থান করেন। বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি, বঙ্গবন্ধুর দুর্লভ ছবি ঘুরে ঘুরে দেখেন। এসময় তিনি বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা এমপি রবিকে ধন্যবাদ জানান এমন একটি মহৎ উদ্যোগের জন্য। এর আগে প্রখ্যাত নারী নেত্রী নাজমা আক্তার বাংলাদেশ যুব মহিলা লীগ সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধন হিসেবে বক্তব্য রাখেন। এসময় নাজমা আক্তার’র সাথে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইসরাত জাহান নাছরিন, যুগ্ম সাধারণ সম্পাদক জেদ্দা পারভীন খানম রিমি, সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা লিলি, শারমীন সুলতানা শরমী, নাসরিন সুলতানা ঝরা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তানিয়া হক শোভা, সহ দপ্তর সম্পাদক পারভিন খানম মিশু, নির্বাহী সদস্য মির্জা রাফিয়া, লাবনী চৌধুরী, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহা দিবা খান সাথী, সাধারণ সম্পাদক সাবিহা হোসেন প্রমুখ। এসময় জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও জেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দরাসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 8,173,114 total views, 13,899 views today |
|
|
|