সেপ্টেম্বর ২৬, ২০২২
ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়ে মাদকসেবনকারী ও বখাটেদের উপদ্রব
নূরুন্নবী ইমন, সুন্দরবনাঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যলেয়ে স্কুল চলাকালীন সময়ে মাদকসেবনকারী ও বখাটেদের উপদ্রব শুরু হয়েছে। স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ স্কুলের গেটের সামনে, রাস্তার পাশে, স্কুলের পাশের দোকান গুলোতে মাদক সেবনকারী, বখাটে বহিরাগতদের যুবকদের উপদ্রব আতঙ্ক সৃষ্টি করছে। এ ঘটনার সুরাহা চেয়ে সোমবার ওই স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ও শ্যামনগর থানার অফিসার ইনচার্জ বরাবর ডাকযোগে ও ইমেইলে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, স্কুল থেকে মাত্র কয়েক হাত দূরে প্রধান সড়কের পাশে মার্কেট অবস্থিত। এ মার্কেটে আছে বেশ কয়েকটি চায়ের দোকান, ভ্যারাইটিস স্টোর ও কম্পিউটারের দোকান। দোকানের পিছনে আছে বখাটেদের বসার সু-ব্যবস্থা। স্কুল চলাকালীন সময়ে এ সমস্ত দোকান এবং দোকানের পিছনে মাদকসেনকারী ও বখাটেদের চলে ফুলদমে আড্ডা। এছাড়া সেই আড্ডায় শামিল হচ্ছে বিদ্যালয়ের বিপথগামী কিছু ছাত্ররাও। এ সমস্ত দোকানে বসে চায়ের আড্ডা, সিগারেট খাওয়ার দৃশ্য জানান দেয় সামাজিক অবক্ষয়ের চাক্ষুস দৃশ্যপট। এছাড়া রাস্তায় দাঁড়িয়ে বখাটে যুবকরা স্কুলের মেয়দের ইভটিজিং করতেও পিছু-পা হচ্ছে না। এ বিষয়ে ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আকবার আলী বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে চেষ্টা করছি। কিন্তু জনবল কম থাকায় কিছু করতে পারছি না। আমরা সিদ্ধান্ত নিয়েছি স্কুলের ভিতরে ক্যান্টিন করব। সেখানে ছাত্র-ছাত্রীরা প্রয়োজন মিটাবে’। এ বিষয়ে শ্যামনগর উপজেলার নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন বলেন, ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান এবং শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন’। 8,282,949 total views, 4,590 views today |
|
|
|