সেপ্টেম্বর ২৫, ২০২২
ভারতীয় পাতার বিড়িসহ আটক এক
সুন্দরবনাঞ্চল প্রতিনিধি : শ্যামনগরের বংশীপুর বাসস্ট্যান্ড থেকে ভারতীয় পাতার বিড়িসহ মো. ফারহাদুল ইসলাম (২২) নামের এক যুবককে আটক করেছে কোস্ট গার্ড। আটককৃত যুবক ঈশ^রীপুর ইউনিয়নের খ্যাগড়াদানা গ্রামের মো. শহীদ গাজীর ছেলে। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি স্টেশন কৈখালী কোস্ট গার্ড অভিযান পরিচালনা করে তাকে আটক করে। কোস্টগার্ড বিসিজি কৈখালী স্টেশন কমান্ডার লে. মো. জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর বাসস্ট্যান্ড থেকে একটি মোটরসাইকেল (সাতক্ষীরা-হ-১৭৪০৬০), ১৮ হাজার ২০ শলাকার (১ হাজার ৬০ প্যাকেট) ভারতীয় পাতার বিড়িসহ মো. ফারহাদুল ইসলামকে আটক করা হয়। জব্দকৃত পাতার বিড়ি, মোটরসাইকেল ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে’। 8,231,492 total views, 11,484 views today |
|
|
|