সেপ্টেম্বর ২৫, ২০২২
বুধহাটায় উপ-সচিবের পিতা আব্দুল মজিদের দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-্রসচিব উম্মে হাবিবার পিতা আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথালী গ্রামের অব. শিক্ষক মাও. আব্দুল মজিদের দাফন সম্পন্ন হয়েছে।
রবিবার (২৫ সেপ্টেম্বর) বাদ জোহর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। পরদিন রবিবার তার মৃতদেহ গ্রামের বাড়িতে আনা হয়। বাদ জোহর পাইথালী বাজার জামে মসজিদ চত্বরে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন জামে মসজিদের ইমাম হাফেজ বিল্লাল হোসেন। মৃতকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে সন্তান রেখে যান। মেয়ে উম্মে হাবিবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব এবং মেয়ে জামাই আকবর হোসেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব হিসাবে কর্মরত। 8,275,563 total views, 9,992 views today |
|
|
|