সেপ্টেম্বর ৮, ২০২২
বিশ্বের দরবারে বাঙালীদের মাথা উঁচু করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলা শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি
মাহফিজুল ইসলাম আককাজ : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা শাখার নব-নির্বাচিত সভাপতি মো. আমানুল্লাহ আমান’র সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“আমরা গর্বিত বাঙালী। বিশ্বের দরবারে বাঙালীদের মাথা উঁচু করেছেন জাতির জনক বঙ্গবন্ধু। তারই দেখানো পথে জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছিল। তখন অনেকে উপহাস করেছিল। কিন্তু জননেত্রী শেখ হাসিনা দেখিয়েছেন আমরাও পারি। স্বপ্নের পদ্মা সেতু, কর্ণফ‚লি টানেলসহ বিভিন্ন মেঘা প্রকল্প বাস্তবায়ন হয়েছে বাংলাদেশে। আমার স্বপ্ন সুন্দর নান্দনিক সাতক্ষীরা গড়া। এজন্য শিক্ষকদেরও সহযোগিতা দরকার। আগামী প্রজন্মকে সঠিক ইতিহাস সম্পর্কে জ্ঞান দিয়ে শিক্ষার্থীদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, বর্তমান জীবন ব্যবস্থায় শিক্ষকদের অনেক নার্য্য চাওয়া পাওয়া আছে। শিক্ষকদের যন্ত্র নার কথা আমরা জানি। উৎসব ভাতা, ঘর ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবী আমি শিক্ষা মন্ত্রীর কাছে তুলে ধরবো।” অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল জব্বার, বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি এ.এস.এম মোস্তাফিজুর রহমান, মো আবু তালেব, সহ সাংগঠনিক সম্পাদক মজিবুদৌল্লা, দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া, মহিলা সম্পাদিকা ও রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা নার্গিস, ক্রীড়া সম্পাদক আল কালাম আবু জাহিদ, কলারোয়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ, সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্যা প্রমুখ। এসময় বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ মো. নজিবুল ইসলাম। 8,855,700 total views, 2,972 views today |
|
|
|