সেপ্টেম্বর ২১, ২০২২
বাংলাদেশ মহিলা পরিষদ জেলা কমিটির শোক
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক যুগান্তর ও এনটিভি’র জেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক হিউম্যান রাইটস ডিফেন্ডারর ফোরাম, সাতক্ষীরা জেলা কমিটির সহ-সভাপতি সাংবাদিক সুভাষ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা কমিটির নেতৃবৃন্দ। বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক জ্যো¯œা দত্ত বিবৃতিতে শোক প্রকাশ করে বলেন, সাংবাদিক সুভাষ চৌধুরীর মৃত্যুতে দেশ একজন প্রথিতযশা কলাম সৈনিককে হারিয়েছে। এ ক্ষতি পূরণ হওয়ার নয়। সাংবাদিক সুভাষ চৌধুরী বাংলাদেশ মহিলা পরিষদ, জেলা কমিটির সকল কর্মকান্ডে সম্পৃক্ত ছিলেন। মহিলা পরিষদের নানামুখী মানবাধিকার সুরক্ষা সংক্রান্ত কার্যক্রম তাঁর লেখনীর মাধ্যমে গণমাধ্যমে তুলে ধরতেন। সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাব চত্বরে তার বিদেহী আত্মার শান্তি কামনায় সর্বস্তরের মানুষের সাথে বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা কমিটির পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জ্যো¯œা দত্ত, সহ-সভাপতি শামিমা সুলতানা, সাংগঠনিক সম্পাদক রূপা বসু, কোষাধ্যক্ষ হাফিজা খাতুন প্রমুখ নেতৃবৃন্দ। 8,314,682 total views, 3,928 views today |
|
|
|