Site icon suprovatsatkhira.com

ফিংড়ীর উত্তর গাভায় পানি নিষ্কাশের ড্রেন অবমুক্তের দাবী এলাকাবাসীর

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলার ১৪নং ফিংড়ী ইউনিয়নের উত্তর গাভা গ্রামে পানি নিষ্কাশনের ড্রেন অবমুক্ত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের অভিযোগ ওই এলাকার পানি নিষ্কাশনের জন্য বহু বছরের পুরোনো ড্রেনটি বন্ধ করে দিয়েছে স্থানীয় বাবুর আলী গাজী নামের এক ব্যক্তি। ভুক্তভোগী এলাকাবাসী জানান, ড্রেনটি অবমুক্ত করার দাবি জানিয়ে সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বরাবর একটি লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে- ফিংড়ী ইউনিয়ন কমিউনিটি হাসপাতালের দুইশত গজ দক্ষিণে ইটের সোলিং এর পাশ দিয়ে বহু বছরের পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন আছে। উক্ত ড্রেনটি এলাকার পানি নিষ্কাশের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহার হয়ে আসছে।

বর্ষার মৌসুমে জনগনের সুবিধার্থে ও জলাবদ্ধতা দূরীকরণের জন্য সরকারি জমিতে ড্রেনটি করা হয় বলে উল্লেখ করা হয়েছে অভিযোগে। ৫/৬ শত হাত দৈর্ঘ্যের সরকারি জমিতে করা ড্রেনটি সম্পূর্ণ গায়ের জোরে মৃত রহমত গাজীর পুত্র বাবর আলী গাজী ওরফে বাবু (৫০) এবারের বর্ষা মৌসুমের আগে মাটি ভরাট করে বন্ধ করে দিয়েছে। এছাড়া ইটের সোলিং এর পাশ দিয়ে ঘেরাবেড়া দিয়ে সরকারি জমি জবর দখল করে রেখে পাকা দোকান তৈরী করেছে। স্থানীয়রা লিখিত অভিযোগে ড্রেনটি অবমুক্তির দাবি জানিয়েছে। এব্যাপারে অভিযুক্ত বাবু গাজীর নিকট জানতে চাইলে তিনি বলেন- আমার জমি আমি ভরাট করেছি। আমাদের ভাইদের মধ্যে জমি নিয়ে মনোমালিন্য আছে, তাই এইসব হচ্ছে। আসলে এখানে ড্রেন ছিল না। ফিংড়ী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আকরাম হোসেন বলেন- ইউএনও স্যারের নির্দেশে আমি এবং সদরের সার্ভেয়ার মোঃ বরকতউল্লাহ ঔখানে মাপ জরিপ করেছি। ওখানে অনেক সরকারি খাস জমি আছে। সরকার চাইলে ড্রেন হবে। আমি জমি মেপে খুঁটি মেরে দিয়েছি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version