Site icon suprovatsatkhira.com

ফিংড়ীতে নিন্মমানের ইট দিয়ে চলছে রাস্তার কাজ

Exif_JPEG_420

নিজস্ব প্রতিবেদক : সদর উপজেলার ১৪নং ফিংড়ী ইউনিয়নের দক্ষিণ ফিংড়ীতে নিন্মমানের ইট দিয়ে রাস্তার কাজ করা অভিযোগ তুলেছেন গ্রামবাসী। তবে রাস্তার কাজে দায়িত্বে থাকা ঠিকাদারের লোকজন বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ তাদের। জানা গেছে, ফিংড়ীর ০৫নং ওয়ার্ডের দক্ষিণ ফিংড়ী কেন্দ্রীয় জামে মসজিদ হতে আশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আগ পর্যন্ত রাস্তাটির বেহাল দশার কারণে দীর্ঘদিন পর বরাদ্দ আসে। বরাদ্দ পাওয়ার পর শুরু হয় রাস্তার কাজ। এলাকাবাসী জানায়, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন রাস্তার কাজ শুরু করতেই অবৈধভাবে ভুগর্ভস্ত নি¤œমানের বালি উত্তোলন করে রাস্তা ভরাট করে। বালু ভরাটের কাজ শেষ হতেই একেবারেই নিন্মমানের ইট দিয়ে সোলিং এর কাজ শুরু করেছে। এলাকাবাসী নিন্মমানের ইটের ব্যাপারে প্রশ্ন তুললে ঠিকাদার এর লোকজন এলাকাবাসীর প্রশ্নের উত্তর দিতে পারবে না বলে জানান।

তারা আরো বলেন, কাজে বাঁধা দিলে রাস্তার কাজ বন্ধ হয়ে যাবে। রাস্তার কাজে অনিয়মের অভিযোগ তুলে দক্ষিণ ফিংড়ী মসজিদ সংলগ্ন সাদিয়া এন্টারপ্রাইজের মালিক আলহাজ্ব মো. জোনাব আলী গাজী জানান, ‘এত নিন্মমানের ইট দিয়ে মসজিদের সামনে রাস্তা হলে ২/১ বছরের মধ্যে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। কর্তৃপক্ষ যেন বিষয়টি আমলে নিয়ে সিডিউল অনুযায়ী কাজ করার ব্যবস্থা করেন’। স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম সরদার জানান, ‘সরকার রাস্তা তৈরি করছে জনভোগান্তি লাঘবের জন্য। কিন্তু এই ইট দিয়ে রাস্তা হলে জনভোগান্তি লাঘবের বদলে আরো বাড়বে’। এসব বিষয়ে ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লূৎফর রহমান রাস্তাটি পরিদর্শন করে বলেন, ‘ইট খুবই নিন্মমানের। আমি ঠিকাদারের সাথে কথা বলব। যাতে ভালো ইট দিয়ে রাস্তাটি করা হয়’।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version