সেপ্টেম্বর ২০, ২০২২
প্রয়াত চিকিৎসক আনিছুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক : কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ৫নং কেড়াগাছি ইউপি’র সাবেক সফল চেয়ারম্যান হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক দেশবরেণ্য হোমিওপ্যাথি চিকিৎসক আনিছুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) কলারোয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কলারোয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা.আব্দুল বারিক। দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন- কলারোয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ প্রোফেসর আবু নসর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অত্র প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা প্রোফেসর ইউনূস আলী, সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ ফারুক হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- সীমান্ত প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক অহিদুজ্জামান খোকা, চিকিৎসক, সংবাদ কর্মী ও প্রয়াত হোমিওপ্যাথি চিকিৎসক ডা. আনিছুর রহমানের পুত্র ডা. শফিকুর রহমান, কলেজের প্রভাষকবৃন্দ, চিকিৎসকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রীবৃন্দ মরহুমের পরিবার বর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা প্রয়াত ডা. আনিছুর রহমানের জীবন, পথচলা ও কলারোয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল সংশ্লিষ্ট বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। আলোচনা সভা পরিচালনা করেন- কলারোয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডা. হাবিবুর রহমান। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাও. জিয়াউল ইসলাম যুক্তিবাদী। প্রয়াত চিকিৎসক আনিছুর রহমান গত বছর এইদিনে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বালিয়াডাঙ্গা বাজারস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছিলেন। 8,184,808 total views, 7,169 views today |
|
|
|