সেপ্টেম্বর ২৭, ২০২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় আরো দুই জনের সাক্ষ্যগ্রহন
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় সাবেক বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের দু’টি মামলায় সাক্ষ্য গ্রহণের ৯ম দিনে সাক্ষ্য দিয়েছেন জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সরদার মুজিব ও সাংবাদিক কালিদাস রায়। এনিয়ে এ মামলায় আজ পর্যন্ত মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন করেছে আদালত। আগামী ৩১ অক্টোবর সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য্য করা হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টায় সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মন্ডলের আদালতে এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে সাতক্ষীরা জেলা কারাগার থেকে বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৯ জন আসামীকে আদালতের কাঠগোড়ায় হাজির করানো হয়। দুপুর পৌনে ১২ টায় সাক্ষ্য গ্রহণ শেষে অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের দুটি মামলার সাক্ষ্য গ্রহণ পর্ব একসাথে চলা সংক্রান্ত আসামীপক্ষের আনীত দরখাস্তের শুনানী হয়। এতে উভয়পক্ষ যুক্ততর্ক উপস্থাপন করেন।
অপরদিকে, আসামীপক্ষে মামলাটি পরিচালনা করেন, সাতক্ষীরা জর্জকোর্টের অ্যাডভোকেট আব্দুল মজিদ (২), অ্যাড. মিজানুর রহমান পিন্টু, অ্যাড. কামরুজ্জামামান ভুট্টো প্রমুখ। 8,765,063 total views, 5,623 views today |
|
|
|