২৪ সেপ্টেম্বর শনিবার সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার প্রথম পাতায় ‘ট্রাক ইয়ার্ডে ৭ লাখ টাকা চাঁদাবাজি’ শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃতপক্ষে সংবাদটি মিথ্যা। ভোমরা স্থল বন্দরকে অস্থিতিশীল ও ব্যবসায়িক পরিবেশ নষ্ট করার লক্ষে একটি কুচক্রীমহল দীর্ঘদিন ধরে পাঁয়তারা করে যাচ্ছে। ওই মহলটি তাদের অসৎ উদ্দেশ্য কায়েম করতে ব্যর্থ হয়ে সাংবাদিকদের কাছে মিথ্যা ভিত্তিহীন তথ্য দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশ করিয়েছে। আমি উক্ত মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মাসুম বিল্লাহ সাব্বির পিতা: সহিদুল ইসলাম গ্রাম: লক্ষীদাড়ী, ভোমরা থানা ও জেলা: সাতক্ষীরা।