সেপ্টেম্বর ১০, ২০২২
পূর্ণিমার জোয়ারে বেড়ি বাঁধ উপছে নিন্মাঞ্চল প্লাবিত: ভাঙনের আশঙ্কা
জি এম মাছুম বিল্লাহ শ্যামনগর (সাতক্ষীরা) : শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত জোয়ারের কারণে প্লাবিত হয়েছে। বঙ্গোপসাগরে চলতি সপ্তাহে দুটি ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে বঙ্গোপসাগরে তিন নাম্বার সতর্ক সংকেত চলমান। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সমুদ্র উপক‚লবর্তী নদ-নদী গুলোর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত পানি বৃদ্ধি পাওয়ায় বেশ কিছু জায়গায় প্লাবিত হতে দেখা গেছে। শনিবার (১০ই সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে খোলপেটুয়ার তীরে অবস্থিত গাবুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডে অবস্থিত কেল্লার মাঠ প্লাবিত হয়। জোয়ারের এই তীব্রতায় বেড়িবাঁধ ভাঙনের আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। স্থানীয় গ্রামবাসী আদম আলী জানান, চোখের সামনেই জোয়ারের তীব্রতা দেখলাম নিমেষেই মিষ্টি পানির পুকুরটি লোনা পানিতে নিমজ্জিত হলো। গাবুরার বেশ কয়েকটি স্থানের বেড়িবাঁধ অত্যন্ত নাজুক জোয়ারের উচ্চতা বাড়লে প্লাবিত হতে পারে বলেও জানান তিনি। স্থানীয় মোবারক হোসেন বলেন,গাবুরার মানুষ প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই। শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, কৈখালী ও রমজান নগরে বেড়িবাঁধের বাহিরের চরে বসবাস কারীদের চিত্র একই রকম। বেড়িবাঁধের বাইরে প্রতিটি পরিবার শংকর মধ্যে দিনাতিপাত করছে। পানি উন্নয়ন বোর্ডের ৫নং পোল্ডারে এস ও মাসুদ জানা জানান, প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আমরা আগে থেকে সচেতন। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে। ঝুঁকিপূর্ণ স্থান গুলো চিহ্নিত করে ঝুঁকিমুক্ত করার কাজ শুরু হয়েছে। আশা করছি বড় ধরনের কোন বিপর্যয় না হলে কিছুই হবে না। গাবুরায় একনেকে পাস হওয়া মেগা প্রকল্পের কাজ শুরু দাবি জানান স্থানীয় জনপ্রতিনিধিসহ উপক‚লীয় ইউনিয়ন গাবুরা সর্বস্তরের মানুষ। 8,274,894 total views, 9,323 views today |
|
|
|